চাঁদপুরের কচুয়া উপজেলায় ঐতিহ্যবাহী সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও কচুয়া উপজেলার যুবলীগের সদস্য সোহেল মাহমুদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ও ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ১নং সাচার ইউনিয়নের আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ লিটন তালুকদার, মোঃ কাউছার আহম্মেদ, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ বাবুল ভূঁইয়া, এই সময় শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।