মতলব উত্তরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বাদ আছর মতলব উত্তর উপজেলার মজলিসপুর বাইতুস সালাম জামে মসজিদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিশান আহমেদ রিপনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মিলাদ মাহফিলে অ্যাড. জিশান আহমেদ রিপন বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম অষ্টম সংবিধানের মাধ্যমে বাস্তবায়ন করেন। এরশাদ সরকার থাকাকালে শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন। এরশাদের শাসন আমলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাটসহ দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে। যা বাংলার মানুষের হৃদয়ে গেঁথে আছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেন এবং জিয়াউর রহমান জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। অতএব কোন নেতাকেই খাটো করে দেখা যাবে না। আমি সকল নেতা ও মুমিন মুসলমান কবর বাসীর জন্য দোয়া করি আল্লাহ যেনো তাহাদের সকলকে বেহেশত নসীব করে।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।