কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর আনন্দ স্পোর্টিং ক্লাব কর্তৃক মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন,ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়।
এনায়েতপুর আনন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার ও বিশিষ্ট সমাজ সেবক মো.ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,আইএফআইসি ব্যাংকের সিনিয়র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মো.সেলিম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,খেলা পরিচালনা কমিটির সভাপতি অ্যাড.নাদিম হোসেন তালুকদার,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আক্কাস তালুকদার,সমাজ সেবক মিজানুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম,ইউপি সদস্য ইকবাল হোসেন,সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,যুবলীগ নেতা জুয়েল রানা প্রমুখ।
খেলায় বিপুল সংখক দর্শকের উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলায় নন্দনপুর তারাবাড়িয়া একাদশ ট্রাইবেকারে মেঘদাইর জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে নন্দনপুর তারাবাড়িয়া একাদশ সেম্পিয়ান ট্রফি অর্জন করে।