ঢাকা সদরঘাটের উল্টো দিকে কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি ওয়াটার বাস ডুবে গেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে যখন এ দুর্ঘটনা ঘটে, ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে জানিয়েছেন নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য দিতে পারেননি তিনি। দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
ওয়াটার বাসটি যাত্রী নিয়ে তেলঘাট থেকে এপারে শ্যামবাজারের কাছের লালকুঠি ঘাটে আসছিল বলে সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “বিআইডব্লিউটিসির এই ওয়াটার বাসটি তেলঘাট থেকে শ্যামবাজার যাওয়ার সময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর ডুবে যায়।”
ওয়াটার বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে নৌপুলিশের তথ্য।
ফায়ার সাভিসের কর্মীরা কাজ শুরু করেছেন জানিয়ে মারুফ বলেন, “সাঁতার কেটে অনেকেই উঠে গেছেন। কেউ নিখোঁজ আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।