চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে নির্বাচিত যুব সংগঠনকে (২০২২-২৩) অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ই জুলাই সকাল ১১.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে নির্বাচিত যুব সংগঠনকে অনুদানের চেক বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আবেদ শাহ – এর সভাপতিত্বে, জেলা প্রশাসক জনাব কামরুল হাসান প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব বশির আহমেদ উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে নির্বাচিত ১১ টি সংগঠনকে অনুদানের চেক (মোট ৪,৫০,০০০ টাকা) বিতরণ করেন। এর মধ্যে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন উন্নত জাতের মুরগী পালন প্রকল্পে ৪০০০০/ টাকা আর্থিক অনুদান পেয়েছে। চেক গ্রহনের সময় উপস্থিত ছিলেন সংগঠন এর কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর হোসাইন।
এ সময় চাঁদপুর জেলা যুব উন্নয়ন উচ্চমান সহকারী জনাব মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।