নিখোজের ৯ দিনে পর মতলবের ঔষধ ব্যবসায়ী খোকনের সন্ধান মিলেছে। ২৪ জুলাই সোমবার রাত ৮টায় নিখোঁজ খোকনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোডে কড়ৈতলা এলাকার আল আমিন ফাম্মেসীর স্বত্বাধিকারী মোঃ সেলিম হোসেন (খোকন) গত ১৫ জুলাই সকালে ব্যবসায়ী কাজে ঢাকা যাওয়ার পর থেকে নিখোঁজ হন তিনি । ওইদিনের পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়। কেউ বলেছে নিখোঁজ কেউ বলছে আত্মাগোপন , আবার কেউ বলছে দেশের বাহিরে চলে গেছে । এ বিষয়ে তার ভাই রোকন মতলব দক্ষিন থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। এছাড়া ঢাকা র্্যাব-১০ কার্যালয়েও একটি অভিযোগ দায়ের করেন।
সেলিম হোসেন খোকন মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের মৃত শহিদউল্লা সরকারের ছেলে।
খোকনের সাথে থাকা ইমন বলেন, খোকনকে ঢাকা র্যাব অফিসে অভিযোগ করার পর গতকাল তাকে উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করেন। বর্তমানে খোকন শারিরীক ভাবে অসুস্থ তাই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ রিপোর্ট লিখা পর্যন্ত খোকন তাদের বাড়ী এসে পৌছায়নি।তবে গাড়ীতে আছে এবং মতলবে আসতেছেন বলে ইমন এ প্রতিনিধিকে জানান।