রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বন্ধুর জন্মদিন অনুষ্ঠান পালন শেষে মঙ্গলার রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তানের মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল ও পিকআপের সংর্ঘষে চাঁদপুরের কচুয়ার বুরগী গ্রামের মো. সাখাওয়াত হোসাইন নিলয় (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।
এসময় তার স্ত্রী রুপা আক্তার গুরুতর আহত হন। নিহত সাখাওয়াত হোসাইন নিলয় উপজেলার বুরগী গ্রামের মো. ইউসুফ মিয়াজীর ছেলে। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা মো. ইউসুফ মিয়াজী বলেন, দু’মাস পূর্বে তার ছেলে সাখাওয়াত হোসেন নিলয় বিয়ে করেন। মঙ্গলবার ধানমন্ডি থেকে পুত্রবধুকে নিয়ে ডেমরার বাসায় ফেরার পথে আকস্মিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে নিলয়কে মৃত ঘোষনা করেন। সাখাওয়াত হোসাইন নিলয়ের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।