চাঁদপুরের কচুয়ার পাথৈর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মবিন নামের এক ব্যক্তির রোপনকৃত বেশ কিছুর গাছের চারা উপরে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার মধ্যরাতে কে বা কাহারা ওই গাছের চারাগুলো উঠিয়ে নষ্ট করে ফেলে দেয় বলে গাছের মালিক দাবি করেন। গাছ ও জায়গার মালিক আঃ মবিন জানান, গত কয়েক দিন পূর্বে আমার পৈত্রিক সূত্রে মালিকীয় ৬ শতাংশ ভূমির উপর কড়ই সহ বিভিন্ন জাতের প্রায় ২৫/৩০টি গাছের চারা রোপন করি। কিন্তু গাছ গুলো বড় হওয়ার আগেই শত্রুতার জের ধরে কর্তৃপক্ষ একটি জঙ্গীগোষ্ঠী গাছের চারাগুলো নষ্ট করে। আমি প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক ন্যায় বিচার চাই।