মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নস্থ দক্ষিণ নয়াকান্দি জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ই জুলাই) বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লীদের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে লায়ন ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর মো. সাইদুল ইসলামকে মনোনীত করা হয়। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. নোমান দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দেওয়ান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহ-কোষাধ্যক্ষ রিয়াজুদ্দীন আরিফ (বাবু), ওয়াকফকারী-মোতাওয়াল্লী মো. নাসির উদ্দীন দেওয়ান।
কার্যকারী কমিটির সদস্যরা হলেন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন প্রধান, মো. আল সাইদী আমিন, মো. রুবেল হাসান, মো. দুলাল দেওয়ান, মো. মহসিন দেওয়ান, মো. আবুল কালাম দেওয়ান, মো. শাহজাহান দেওয়ান, মো. শাহজালাল দেওয়ান।
নবনির্বাচিত কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদ বলেন, মসজিদ মহান আল্লাহ তায়ালার ঘর। এই ঘর আল্লাহ তায়ালার ইবাদতের উদ্দেশ্যে নির্মাণ করা হয়ে াকে। মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিদের মসজিদ উন্নয়নের কাজ করার পাশাপাশি মসজিদ পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, আপনাদেও সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এই মসজিদে প্রতিটি বালু কনায় আপনাদের অবদান আছে। আমরা মসজিদের সকল মুসল্লিদের সাে নিয়ে উন্নয়ন করতে চাই।
প্রসঙ্গত, দক্ষিণ নয়াকান্দি জামে মসজিদের সভাপতি লায়ন ফারুক আহমেদ জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী লীগ ফেডারেশনের যুগ্ম মহাসচিব, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাভো, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫এ-১, চেয়ারম্যান ডা. আফছার উদ্দিন ফাউন্ডেশন (শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক একটি সংগঠন), শ্রেষ্ঠ শিক্ষানুরাগী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৪-২০১৫ চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭নং ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাধারণ সম্পাদক প্রফেসর মো. সাইদুল ইসলাম (বিসিএস শিক্ষা) বর্তমানে চাঁদপুর সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের দায়িত্বে রয়েছেন।