মার খাওয়ার দিনই গোয়েন্দা পুলিশের দায়ের করা মামলার আসামি হয়েছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে হাতিরঝিল থানায় মামলাটি করা হয়েছে।
সেদিন বিকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের এক কর্মসূচি পালনে গিয়ে হামলার শিকার হন নুর। এখন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটকে বাধা দেওয়ার অভিযোগে নুরের বিরুদ্ধে মামলাটি হয়েছে।
বুধবার ভোররাতে হাতিরঝিল এলাকায় নুরের বাসা থেকে ইয়ামিনকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার করে আনে গোয়েন্দা পুলিশ।
নতুন মামলায় নুরের সঙ্গে ইয়ামিনকেও আসামি করা হয়েছে বলে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নূরকে গ্রেপ্তার করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের বুঝতে হবে, মামলাটা ডিবি করেছে। অবশ্যই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
মামলাটির তদন্তভার রাতেই ডিবি পেয়েছে। ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি কেবল পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগুলো নেব।”
নুরের বিরুদ্ধে মামলার পক্ষে যুক্তি দেখিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিপি হিসেবে তারই তো উচিৎ ছিল মামলার আসামিকে প্রশ্রয় না দেওয়া।
“তা না করে পুলিশ যখন আসামিকে ধরতে গেল, তখন তিনি পুলিশের পরিচয় পেয়েও পুলিশ কর্মকর্তাদের গালিগালাজ করলেন, পুলিশের সরকারি কাজে বাধা দিলেন। পুলিশ কর্মকর্তা বুঝতে পেরেও তিনি ফেইসবুক লাইভে এসে পুলিশকে ‘ডাকাত’ সহ নানা কটূ কথা বলেছেন। এটা অপরাধ, সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।”
ইয়ামিনকে গ্রেপ্তারের সময় নূর ফেইসবুক লাইভে এসে বলেছিলেন, অনুমতি ছাড়াই পুলিশ গভীর রাতে দরজা ভেঙে তার বাসায় ঢুকেছে। সকালে আসতে বলা হলেও তা তারা মানেননি। এই অভিযানে তার দুই শিশুসন্তান ‘ট্রমায় পড়েছে’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরের উপর হামলা
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সরব নুর সেই ঘটনার পর বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বেধড়ক পিটুনির শিকার হন।
হামলাকারীরা ছাত্রলীগের বলে গণঅধিকার পরিষদের অভিযোগ। তবে সরকার সমর্থক সংগঠনটি সেই অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নুরকে দেখতে হাসপাতালে যান।