বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘চক্রান্তমূলক মামলায় অন্যায় রায়ের’ প্রতিবাদে গতকাল ৪ আগস্ট বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা যোগদান করেন, চাঁদপুরের চিত্রলেখার মোড় থেকে, ছায়াবানী মোড় হয়ে, কালীবাড়ী শপথ চত্বর, জেএম সেন গুপ্তরোড হয়ে দলীয় কার্যালয়ের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বহু আগেই দেশ থেকে ন্যায় বিচার ও আইনের শাসন ওঠে গেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, দেশে আসতে দেয়া হচ্ছে না। এবার দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী দেশবরেণ্য চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরো জিয়া পরিবারকে নির্বাচনের বাইরে রাখতে চায় সরকার। জিয়া পরিবার ছাড়া কোনো নির্বাচন মেনে নেয়া হবে না।
চাঁদপুর জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা’র নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য মান্নান লস্কর, উপজেলা বিএনপি সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা মনির মোল্লা, হালিম সরকার রিঙ্কু, উপজেলা মৎসজীবী দলের সভাপতি কবি নুর মোহাম্মদ খান, ইউপি সদস্য ইকবাল, মোবারক হোসেন, মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য সায়েম, আহাম্মদ হোসেন মিন্টু, রনি, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলী জিনাহ, ইউপি সদস্য আল আমিন, মহসিন মন্ডল, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সোলেমান প্রধান, পৌর যুবদল নেতা আবু তাহের সুমন, সাত্তার, আনোয়ার মুন্সী,মামুন মনির, বোরহান, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার ফরাজী, মতলব উত্তর উপজেলার ছাত্রদল নেতা মোঃ নাদিম ভূইয়া ও শাওন খন্দকার প্রমুখ।