প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ।
৯ আগস্ট বুধবার বিকেলে উপজেলার নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে মুখোমুখি হয়। ট্রাইবেকারে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।
এর আগে একই মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।
প্রথম খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আখতার হোসেন এবং দ্বিতীয় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুরুজ্জামান।
খেলায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার,নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধানসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।