স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
১২ আগষ্ট শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত হলো। যার ফসল ছেঙ্গারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।
ছেংগারচর পৌরসভার সাবেক প্রশাসক মো. আল এমরান খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্রশাসক মো. আল এমরান খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।
ছবি ক্যাপশন-০১
ছেংগারচর পৌরসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।