জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে দিনব্যাপী উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এই চিকিৎসা সেবার আয়োজন করে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর।
বিভিন্ন জাতীয় দিবসে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও চিকিৎসা সেবা বঞ্চিত নারী-পুরুষ এবং শিশুদেরকে অনেক বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাঃ হারুনুর রশিদ সাগর।
শোক দিবস উপলক্ষ্যে আজ ডাঃ হারুনুর রশিদ সাগর, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ জান্নাতুল মিম, ডাঃ আব্দুর রউফ রুবাইয়েত ও ডাঃ সুজন হোসেন রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার কাজে স্থানীয় ছাত্র ও যুব সমাজ সার্বিক সহযোগিতা করেন।
ডাঃ হারুনুর রশিদ সাগর জানান, পেশাগত দায়িত্ববোধ থেকেই আমি বিভিন্ন দিবস, দিবস ছাড়াও বিনামূল্যে অসহায় লোকদের চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আমার জানামতে অনেকেই পরিবহন খরচের জন্যও শহরে এসে চিকিৎসা সেবা নিতে পারেন না। যে কারণে আমার নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এসে চিকিৎসকদের নিয়ে এসে সেবা প্রদানের চেষ্টা করছি। জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে এটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের মাগফিরাত কামনা করি।