বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মতলব উত্তরে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি। গত ১৬ আগষ্ট বুধবার বিকেলে চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা’র নিজ বাড়ি খন্দকারকান্দি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, জিয়া পরিবারের সকলের জন্য এবং চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, তাজুল ইসলাম, আনোয়র মুন্সি, উপজেলা তাতী দলের দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা হালিম সরকার রিংকু, মনির হোসেন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মামুন, ইউপি সদস্য আল আমিন, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, সেলিম হোসেন, নুর আলম, আব্দুস সাত্তার, আলী আসাদ মোল্লা, ইদ্রিস খান, শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল, ইউপি সদস্য সায়েম, মোহাম্মদ ফরিদ, মহসিন মন্ডল, মামুন, মনির, মোহাম্মদ হাসানুজ্জামান তপন, ছেংগারচর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিদয় মিয়াজী, নাদিম ভূঁইয়া প্রমুখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবি জানান বক্তারা।