কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিন্দপুর ড. মহীউদ্দীন খান আলমগীর কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ গভর্নিং বডির সভাপতি মাহবুবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা ও বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ইসহাক সিকদার।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের উপদেষ্টা সিকদার ইসতিয়াক আহমেদ লিমন, অভিভাবক ডা. আব্দুল আউয়াল ও সহকারি প্রধান শিক্ষক মো. ফারুক বকাউল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মিজানুর রহমান, আরিফ হোসেন চৌধুরী, কাউছার আহমেদ, আব্দুল কাদের, তাওহীদুল ইসলাম ও আলী হোসেন প্রমুখ।
পরে ওই কলেজের ২৫৩ জন শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।