কচুয়ায় সিধঁ কেটে গৃহে প্রবেশ করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভূঁইয়ারা গ্রামের স্কুলের পশ্চিম পাশে আমিন হোসেনের গৃহে এ চুরির ঘটনা ঘটে। এতে অজ্ঞাত চোরের দল গৃহে থাকা ৩ভরি স্বর্ন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় বুধবার কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ সেলিনা বেগম ও আমিন হোসেন জানান, ৪মাস পূর্বে ছেলেকে বিয়ে করান। গৃহে বিয়ের স্বর্নালঙ্কার ও নগদ টাকা ছিলো। মঙ্গলবার রাতে কে বা কাহারা সিধঁ কেটে দরজা খুলে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।
বুধবার সকালে ঘুম থেকে উঠে আসবাবপত্র এলামেলো দেখে স্থানীয় লোকদের খবর দেই। চুরির সাথে জড়িতের খুজে আইনের আওতা আনার দাবি জানান তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।