আঁধার পেরিয়ে স্লোগান লালিত দৈনিক কালবেলার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন চয়ন চন্দ্র ঘোষ।
১৭ আগস্ট বৃহস্পতিবার কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার এক স্বাক্ষরে এই নিয়োগ দেয়া হয়। এই পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন দেশের বর্ষিয়ান খ্যাতনামা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান।
জানা যায়, চয়ন চন্দ্র ঘোষ মতলব পৌরসভার কলাদী ঘোষপাড়া গ্রামে নিবাস চন্দ্র ঘোষের ছোট ছেলে। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০১৫ সালে অর্থনীতিতে মাষ্টার্স সম্পন্ন করেছেন। পেশাগতভাবে তিনি দৈনিক কালবেলা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মর্নিং পোষ্ট এবং স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হিলশা নিউজ এর মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে বিভিন্ন সমাজিক সংগঠনে সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চয়ন চন্দ্র ঘোষ বলেন, বিচক্ষণতারসহিত চ্যালেঞ্জ গ্রহণ করতেই সাংবাদিকতা করছি। আর এটা আরও সমৃদ্ধ হলো দৈনিক কালবেলা পত্রিকার মাধ্যমে আবেদ খানের সহযোদ্ধা হিসেবে কাজের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে। অর্পিত দায়িত্ব পেয়ে আমি নিঃসন্দহে আনন্দিত ও গৌরবান্বিত। তাই আমি মতলব দক্ষিণ উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের আশির্বাদ ও সহযোগিতা চাই।