দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে সংগঠন করার জন্য ৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৬ আগস্ট) দক্ষিণ আফ্রিকা সফর শেষে ফেরার সময় এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ডা. লুৎফর রহমান রুপনকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল তানসেনকে যুগ্ম আহ্বায়ক করে দেওয়া ওই কমিটিতে আরও চারজনকে সদস্য রাখা হয়। এরা হলেন-ডা. নুরুল হোসেন আতিক, আইয়ুবুল ইসলাম মিয়া, তারিকুল ইসলাম বাবুল ও মাহফুজ হায়দার। এছাড়াও ডা. আলমগীর কাজীকে উপদেষ্টা করা হয় ওই কমিটিতে।
সাউদার্ন আফ্রিকা আওয়ামী লীগের প্যাডে কমিটির অনুমোদনের আবেদনে সই করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা লিখেন, আফ্রিকার দেশগুলোতে আওয়ামী লীগ সংগঠন করার প্রচেষ্টা চালাতে পারেন।
কমিটির অনুমোদনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে আহ্বায়ক ডা. লুৎফর রহমান রুপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাকে আহ্বায়ক ও তানসেনকে যুগ্ম আহ্বায়ক করে আফ্রিকা মহাদেশের দেশগুলোতে আওয়ামী লীগকে সংগংঠিত করার অনুমতি দিয়েছেন। এটি আমার রাজনৈতিক জীবনের পরম স্বীকৃতি।