কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের এলইডি টিভি উপহার দিলেন, ইতালীর নাপোলি শাখা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট তরুণ সমাজ সেবক ও বিতারা গ্রামের অধিবাসী সফিকুল ইসলাম সফিক (ইতালী সফিক)। তিনি শুক্রবার সন্ধ্যায় (২৫ আগষ্ট) উপজেলা সড়কে অবস্থিত কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে আসেন এবং নবনির্বাচিত কচুয়া প্রেসক্লাব কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাশাপাশি কচুয়া প্রেসক্লাবে চেয়ার-টেবিল দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য মো. রাসেলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সম্মানে জাহাঙ্গীর হোটেলে চা-চক্রের আয়োজন করা হয়।