চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর দলীয় নেতৃবৃন্দের কবর জিয়ারত করে এলাকায় জনসংযোগ করেন।
তিনি শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মরহুম মিলন ভূইয়ার কবর জিয়ারত করেন এবং ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এর নয়ারহাট বাজারে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে জনসংযোগ করেন।
এই সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। আওয়ামী লীগ যদি নিজেদের মধ্যে চলমান রাজনৈতিক গ্রুপিং মিটিয়ে এক কাতারে আসে তা হলে কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবেনা।
আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় এবং সুসংঘটিত দল এখানে মনোনয়নের জন্য যোগ্য অনেক নেতা আছেন, আর এখানে তাদের অনুসারীও আছে, কিন্তু দলের ঐক্য বিনষ্ট হয় এমন কিছু করা আমাদের কারো জন্য ই মঙ্গল জনক নয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলে একযোগে কাজ করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল বাসার ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল সরকার, যুবলীগ নেতা জাহিদুল হক মিলন, চাঁদপুর কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী প্রমুখ।