বাংলাদেশ সহকারি শিক্ষক, হাইমচর এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মনোনীত হয়েছেন কেভিএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক জনাব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন চরভাঙা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব নুরে আলম।
২৮ আগস্ট সোমবার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠানে দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুর রহমান এর সঞ্চালনায় এবং বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি হাইমচর এর বিদায়ী কমিটির আহ্বায়ক জনাব লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মো: মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ এহসানুল হক, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি জনাব মফিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এম এ মান্নান, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সভাপতি মো: বিলাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব আবুল খায়ের মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহনেওয়াজ।