চাঁদপুরের কচুয়ার আশ্রাফপুরের ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী গনেশ দেবনাথকে চাঁদা না পেয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
২৮ আগস্ট সোমবার সকালে উত্তর চক্র এলাকায় পথ অবরুদ্ধ করে এ হামলা চালানো হয়। আহত গনেশ দেবনাথ বলেন, আমি সুনামের সাথে এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করছি। আর এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষরা আমার কাছে চাঁদা দাবী করেন। তা দিয়ে অপারগতা জানানোয় কয়েক বার আমার লাইনের তার ওরা কেটে দেয়। বিষয়টি আমি আমাদের ব্যবসায়ী সমাজকে অবগত করি। আর এতে আরও ক্ষুদ্ধ হয়ে আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দ্যেশ্যে আমি মোটরসাইকেল চালিয়ে জগতপুর েেক আশরাফপুর যাওয়ার পে আমার পথ অবরুদ্ধ করে কতিপয় দুর্বৃত্ত। পরে আমাকে পিটিয়ে আহত করে আমার মোটরসাইকেলটি ভাঙ্গচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করে দুর্বৃত্ত। আমি এদের বিষয়ে আইনানুগভাবে বিচার পেতে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে আশরাফ পুরের ক্যাবল নেটওয়ার্কের মালিক ফরিদ হোসেন ও ইমাম হাসান বলেন, দুর্বৃত্ত আর কেউ না। যতটুকু জেনেছি হামলাকারীরা হচ্ছে আমাদের ইউপি চেয়ারম্যানের ছেলে তমাল বাহিনীর বিল্লাল হোসেনের ছেলে নাঈম (২৫) এবং এমরান হোসেনের ছেলে আলম(২৪)। এরা স্থানীয় চেয়ারম্যানের ইন্দনেই এ ধরনের চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত াকার খবর পাচ্ছি। আমরা অসহায় গণেশ দেবনাকে এমন মর্মান্তিকভাবে পিটিয়ে আহত এবং তার মোটরসাইকেল ভাঙ্গচুরের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে প্রশাসনের নিকট দ্রুত এই চাঁদাবাজ হামলাকারীদের কঠিন থেকে কঠিনতর বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে নাঈম ও আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদেরকে ইন্দনের বিষয়ে আশরাফপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, আমি ত এলাকায় নেই। জরুরী কাজে এলাকার বাহিরে অবস্থান করছি। আমার ছেলের পক্ষ হয়ে ইন্দন দিয়ে মারপিটের ঘটনা ঘটানোর কোন প্রশ্নই উঠেনা। বরং এ ঘটনা আমি নানা জনের থেকে শুনে এর সুষ্ঠু সমাধানের উদ্যোগ নিবো ভাবছি।
এদিকে আহত গণেশ দেবনাথ প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, রোগীকে কচুয়া থেকে এখানে রেফার করা হয়েছে। তার অবস্থা নিবীর পর্যবেক্ষণের জন্য আমরা ভর্তি নিয়ে নিয়েছি।
এ বিষয়ে চাঁদপুরের কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিলকে অবগত করলে তিনি বলেন, এখনো এ বিষয়ে থানায় এসে কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।