চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার দোয়াভাঙ্গা সিএনজি স্টেশনে মেসার্স মাষ্টার বীজ ভান্ডারে একই ঘরে গো-খাদ্য, সার কীটনাশক ও টিসিবি চাল ডাল তেল রেখে বিক্রি করছেন ডিলার সাফায়েত উল্লাহ।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিনিয়ত সার কীটনাশকের পাশাপাশি খাদ্য দ্রব্যাদি বিক্রি করছেন। এ বিষয়ে ডিলার সাফায়েতকে প্রশ্ন করলে তিনি জানান, অনেক আগ থেকেই এভাবে কাজ করছেন। কিন্তু কেউ কিছু বলেননি। তিনি আরও বলেন, আমি মাঝে ফাঁকা রেখেছি, তাছাড়া আমি সব একসাথে রাখার কারন আমার ব্যবসায়িক সুবিধার্থে, তিনি আরো বলেন আমার ব্যবসা দীর্ঘ দিনের, যা ঠিক ভাবেই করছি। একসাথে খাদ্য কীটনাশক রাখা অন্যায় আপনি কি জানেন? উওরে না সম্ভোধন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাফায়েতের সাথে প্রশাসনের স্বক্ষ্যতা থাকার ফলে, তিনি এমন অন্যায় করার সাহস পান। সচেতন মহলের প্রশ্ন যিনি কোন আইন বা নিয়মের তোয়াক্কা না করে কাজ করছেন। তার বিষয়ে প্রশাসন নিরব কেন? তার খুঁটির জোর কোথায়??
তার বিরুদ্ধে আরো অনেকেই বলেন তিনি টিসিবির ডিলার হয়ে অনেক অনিয়ম করেন। তিনি তদারকি কর্মকর্তার যোগ-সাজেসে এমন অনিয়ম করে বলে জানান। আরো জানা যায় কয়েক জন টিসিবির কার্ড ধারি তার এ অনিয়মের বিষয়ে তৎকালিন উপজেলা কমিশনার ভূমি আমজাদ হোসেনের কাছে অভিযোগ করলে অভিযুক্তকে ডেকে সতর্ক করে দেন, কিছুদিন ভালো কাটলেও বর্তমানে তিনি আবারও সেই অনিয়মের বড় পুরুষ হয়ে দাঁড়ান।
এই বিষয়ে শাহরাস্তী উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তারের সাথে কথা হলে, তিনি বলেন, আমি যখন জেনেছি অবশ্যই দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।
একই সাথে শাহরাস্তী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ সাক্ষাত না পেয়ে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি।