কচুয়া উপজেলার বিতারা গ্রামে নুরুল ইসলাম নামের এক নীরিহ কৃষকের একটি গাভি চুরি সংগঠিত হয়েছে। সোমবার রাতে অজ্ঞাত চোরের দল কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘড়ে প্রবেশ করে গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক নুরুল ইসলামের স্ত্রী পেয়ারা বেগম জানায়, মঙ্গলবার ভোররাতে ফজরের নামাজ পড়তে উঠে গোয়াল ঘড়ে গিয়ে গরু দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করে।
তিনি আরো জানান, এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে গরুটি ক্রয় করে গত ছয় মাস যাবৎ লালন-পালন করে আসছি। বর্তমানে এর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে তিনি জানান।
স্থানীয় অধিবাসী আকতার ব্যাপারী বলেন, নুরুল ইসলাম আমার চাচা হন। তিনি অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করে আসছেন। গরুটি চুরি হওয়ার ফলে তার বিরাট ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের মাধ্যমে গরুটি উদ্ধারের জোর দাবী জানাচ্ছি।
এদিকে নীরিহ কৃষকের গরু চুরির খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।