জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভারের পুরষ্কার গ্রহন করেছেন কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম মুন্না। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানমের হাত থেকে শ্রেষ্ঠ রোভারের সম্মাননা স্মারক গ্রহন করেছেন শরীফুল ইসলাম মুন্না।
শরীফুল ইসলাম মুন্না বর্তমানে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটের দায়িত্ব পালন করছেন এবং ওই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেনিতে অধ্যয়নরত রয়েছেন। এদিকে শরীফুল ইসলাম মুন্না শ্রেষ্ঠ রোভার হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক ও সহকর্মীবৃৃযন্দ।