মতলব উত্তর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর ২ আসনের ৪বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের বাড়ীর সামনের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা।
তানভীর হুদা বলেছেন, এই ফ্যাসিস্ট,জুলুমবাজ সরকারকে আর সময় দেয় যায়না। এই ভোটবিহীন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিএনপির প্রতিটি নেতাকর্মীরা আর ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গীকারবদ্ধ হতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের নির্বাচন, আগামী নির্বাচন হবে দেশ গড়ার নির্বাচন। এ অবৈধ সরকার যেন আর ক্ষমতায় থাকতে না পারে, গভীর রাতে ব্যলট বাক্স পূর্ণ করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
নেতাকর্মীদের প্রতি তানভীর হুদা বলেন, আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে। গণতন্ত্র ফিরে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য দিয়ে, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই জুলুমবাজ সরকারকে হটাতে প্রয়োজনে শহীদ হয়ে যাবো। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।
এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল মৃধা, উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি বশিরউল্লাহ, চাঁদপুর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মানিক ফরাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব সরকার, যুবদল নেতা হারুন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত শুক্রবার পা রাখলো ৪৬ বছরে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন।