প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়, ইনভয়েজ, ক্যাশমেমো ব্যতিত ওষুধ ক্রয়-বিক্রয়, মজুদ ও সকল প্রকার রেজিস্ট্রেশন বিহীন ওষুধ প্রতিরোধসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কাজী মেডিকেল সেন্টার এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনোয়ার ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোসাম্মৎ ফোয়ারা ইয়াসমিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সংগঠনের উপদেষ্টা সদানন্দন নাহা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, ওষুধ ব্যবসায়ী ফরহাদ হোসেন।