মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে আমিনুল এহসান ফেরদৌস নামের এক লোক। এতে চলাচলের পথে বাধা সৃষ্টি হওয়ায় পাউবোর বরাবর লিখিত অভিযোগ করেছেন মাসুদুর রহমান ও আহমেদ মোহাম্মদ আলী।
অভিযোগ সূত্রে জানাযায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন সাবেক ১৩৭ হাল ১৫৭ নং ছোট চরকালিয়া মৌজায় সাবেক ৬১৯ দাগে ১৯.৫০ শতক ও সাবেক ১০৮৮ দাগে ৯ শতক ভূমি পাউবো কর্তৃক অধিগ্রহণ করে। যা হাল জরিপে ৪২৩ দাগের অর্ন্তভুক্ত। উক্ত পাউবোর ভূমিতেই ৪২৩ দাগে আমিনুল এহসান ফেরদৌস পিতা গোলাম মোস্তফা ভূ সম্পত্তি দখলের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে অভিযোগকারী মাসুদুর রহমান ও আহমেদ মোহাম্মদ আলী চলাচলের পথে বাধা সৃষ্টি করেছে।
এই অভিযোগের প্রেক্ষিতে গত ১১ আগস্ট সরেজমিন তদন্ত করে তার সত্যতা পায় বাপাউবো কর্র্তপক্ষ। বিধায় দখলকারী আমিনুল এহসান ফেরদৌকে মৌখিকভাবে স্থাপনা অপসারণের নির্দেশ প্রদান করা হলে ও তিনি তা করেননি। বিধায় গত ২৭ আগস্ট পাউবো এখলাসপুর পওর শাখা উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন সরকারী সম্পদ রক্ষার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্থাপনা নির্মাণকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারী বিভিন্ন দপ্তরের অনুলিপি প্রেরণ করেন।