কচুয়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আল আমিন নামক এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিলের নিদের্শে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগৎপুর এলাকার খাজুরিয়া নামক স্থানে জনৈক মেহেদী হাসানের সিএনজি গ্যারেজের সামনে গাড়ী তল্লাসী করে তাকে আটক করা হয়। আকটকৃত মাদক কারবারী আল আমিন (২৮) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত ওমর আলীর ছেলে।
আকটকৃত মাদক কারবারী আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।