ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কচুয়া বিশ্বরোড রাজমহল কমিউনিটি সেন্টারে কচুয়া উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী মুহাম্মদ গোলাপ শাহ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন,সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদ সানী,অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,সহকারী সাংঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন্নুরী ও উপদেষ্টা মাওলানা যোবায়ের আহমাদ প্রমুখ। এসময় বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন গ্রহন এবং দ্রব্যমূল্যেও চরম উর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান তারা।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।