বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কচুয়া শাখার নব গঠিত কমিটির পরিচিত সভা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের কার্যালয়ে জাতীয় মানবাধিকার সমিতি কচুয়া শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কচুয়া শাখার সভাপতি মো. সাইদুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মিরন মিয়ার পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম।
এসময় জাতীয় মানবাধিকার সমিতি কচুয়া শাখার সহ-সভাপতি মো. বাকের হোসেন,মাহবুব আলম,দুলাল চন্দ্র দাস,যুগ্ন সাধারন সম্পাদক শামছুদ্দিন সৈকত,ওয়ালী উল্যাহ,সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন সাদ্দাম,মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা আক্তার,প্রচার সম্পাদক এমরান মজুমদার সামরান,কোষাধ্যক্ষ মো, আবু হানিফ,আইন বিষয়ক সম্পাদক মহসিন রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. শিহাব হোসাইন,কার্যনির্বাহী সদস্য হান্নান পাটোয়ারী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ^রাস্থ অবস্থিত রাজমহল চাই রেস্টেুরেন্টে চক্রে মিলিত হয়।
পাশাপাশি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কচুয়া শাখার নব গঠিত কমিটির পরিচিত সভা উদযাপন উপলক্ষে এবং সফল করার লক্ষে বিভিন্ন দিক নিদের্শনামূলক আলোচনা করা হয়।