কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. খোরশেদ আলম মাষ্টার। রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক ও অভিভাবকদের সাথে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় সভাপতি আবুল বাসার মেম্বারের উপস্থিতিতে সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।
এসময় মাদ্রাসার সুপার মাওলানা হেদায়েত উল্যাহ, মাদ্রাসার সহ-সুপার মো. দেলোয়ার হোসেন,ইউপি সদস্য বিল্লাল হোসেন,দাতা সদস্য আব্দুস সাত্তার,সমাজসেবক আব্দুল খালেক, হোসেন মুন্সী,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ,আবু সুফিয়ান ও জাহাঙ্গীর আলম মুন্সী, শিক্ষক প্রতিনিধি মফিজুল ইসলাম,কাজী আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।
এদিকে ঐতিহ্যবাহী সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিদ্যুৎসাহী পদে মো. খোরশেদ আলম মাষ্টার মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।