আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার দলের কেউ অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরে স্থানীয় যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু হত্যার প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বাবুকে যারা হত্যা করেছে। তারা যতো শক্তিশালী হউক না কেনো অচিরেই আইনের আওতায় নেওয়া হবে। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান দিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জনপ্রতিনিধি আলমগীর কবিরাজ, নিহত বাবুর ছোট ভাই আমির হোসেন কালু।
১৭ জুন স্থানীয় যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে, মেঘনার দুর্গমচর বাহাদুরপুরে মায়া চৌধুরীর এই সমাবেশে নৌকা ও ট্রলার চেপে কর্মী সমর্থকরা অংশ নেন।
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুরে যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু হত্যার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।