চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ২.৩০ ঘটিকার সময় মোটর শোভাযাত্রাটি উপজেলার সুজাতপুর বাজার থেকে বের হয়ে হরিণা, আনোয়ারপুর, বাগানবাড়ি, বদরপুর সোলেমান লেংটার মাজার, বেলতলী, কালীপুর, ষাটনল, বাবু বাজার, সটাকী হয়ে ছেংগারচর, গজরা, লুধুয়া হয়ে সাহেব বাজার পরে সুজাতপুর বাজারে এসে শেষ হয়। মোটর শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল যোগে দলীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে বিকাল সন্ধ্যা ৬ ঘটিকায় সুজাতপুর বাজারে বিএনপি জামায়াতের নৈরাজ্যের রুখে দিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএম কুদ্দুস। প্রতিবাদ সভা শুরু হওয়ার আগে সুজাতপুর বাজার সহ আশপাশের এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয়। মোটর শোভাযাত্রা ফাঁকে বদরপুর বেলতলী হযরত শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করেন এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য ইঞ্জি. খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুুরুজ্জামান সরকার দুলাল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ছেংগারচর পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
মোটর শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু বাতেন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, মাহবুব বেপারী, খোরশেদ সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জনি সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।