বন্ধুকে টাকা হাওলাত দিয়েছে কিন্তু বন্ধু টাকা দেয়না। সে টাকা আনতে গিয়ে আর বাড়ি ফিরেনি মো.শাছুম হোসেন (মহিন)। নিখোঁজের ২দিনের মাথায় মহিনের বড় ভাই মেহেদী হাসান ফরিদগঞ্জ থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি করেন।
ঘটনার বিবরনে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঁসা গ্রামের আবদুস সালাম ভূঁইয়ার ছোট ছেলে মো.মাছুম হোসেন (মহিন) গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে থেকে বের হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো হদিস মিলেনি। তবে কোন বন্ধুকে টাকা হাওলাত দিয়েছে পরিবারের কেউ বলতে পারছে না।
হারিয়ে যাওয়া সময় তার পরনে ছিলো নীল শার্ট, কালো প্যান্ট, সাদা সু। গায়ের রং ফর্সা। উচ্চতায় ৫ফিট ৩ ইঞ্চি। মুখের আকৃতি লম্বাটে, দাড়ি নেই হালকা গোফ রয়েছে। বয়স ১৭ বছর। ওজন প্রায় ৪৫ কেজি। দেহের গঠন চিকন। কোথায়ও এর দেখা পেলে তার পরিবারের সাথে যোগাগো করার অনুরোধ করা হলো। আব্দুস সালাম- ০১৮৮৬৭৪৮১৩২, মেহেদী হাসান- ০১৭৩৩৬১৭৬৩৪।