চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজি ব্যাক্তিগত উদ্যোগে গনতন্ত্রের মা, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর পাইকদী বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক কবিরাজ, দোয়ানুষ্ঠান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম, যুবদল নেতা মমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মানাজাত পরিচালনা করেন উত্তর পাইকদী বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ রাকিবুল হাসান । এ সময় উপস্থিত মুসল্লীগন বেগম খালেদা জিয়ার দ্রুত স্স্থ্যুতা কামনা করেন।