মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের প্রতিষ্ঠাতা ও পীর ক্বি¡বলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সাংবাদিকদের বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদরাসার উন্নয়ন হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বসভায় পরম মর্যাদায় অভিষিক্ত।
তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরাসা কেবল মতলবের নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ উল্ল্যাহ।
জিয়ারত শেষে ফরাজীকান্দি ইউনিয়স্থ আনন্দ বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত পথসভায় যোগদেন তিনি। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, হাবিবুর রহমান হাফিজ তপদার, আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুবলীগ নেতা মুসা সরকার, ফখরুল ইসলাম সরকার, আনোয়ার জাহিদ বাবু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, আওঢামী লীগ নেতা কামাল হোসেন গাজী, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান গাজী সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, যুবলীগ নেতা মাইনুল চিশতী, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নইমুল ইসলাম লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা নোমান দেওয়ান প্রমুখ।