চাঁদপুর সদর মডেল ানা পুলিশ চেক পোস্টে তল্লাশি করে ৭টি স্বর্ণের বার সহ ২ জনকে গ্রেফতার করেছে। ৩শ’ ৫৪ ভরি ৬ আনা ৫ রতি ওজনের স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫ টাকা। পাচারের সাে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) এর (ক) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫.৩৫ ঘটিকার সময় শহরের বঙ্গবন্ধু সড়কে আল- আমিন স্কুল এন্ড কলেজ এর গুণরাজদী শাখার প্রবেশ পরে মাথায় পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এই সময় ফরিদগঞ্জ েেক চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি, যার রেজিঃ নং-চাঁদপুর–১১-৫৩২৪ এর তল্লাশি করে। পিছনের সিটে বসা যাত্রী বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩), মনোরঞ্জন ভৌমিক (৩২) কে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে সিএনজি েেক নামিয়ে দেহ তল্লাশী করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭টি স্বর্ণের বার, যার ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের বিষয়ে সন্তোষজনক জবাব না দেয়ায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, বর্ণিত স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামীয় ব্যক্তিদ্বয়ের নিকট হতে গ্রহণ করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পুলিশ চেক পোস্ট করাকালীণ সময়ে ঘটনাস্থলে ধৃত সুমন দাস (৪৩) এর দেহ তল্লাশি করে তার কোমরে নেভী ব্লু রংয়ের কাপড়ের তৈরি বেল্ট সাদৃশ্য দেখে বেল্ট খুলে বেল্টের ভিতর কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০৫টি স্বর্ণের বার এবং মনোরঞ্জন ভৌমিক (৩২) এর দেহ তল্লাশি করে তার কোমরে কালো রংয়ের কাপড়ের তৈরি বেল্ট সাদৃশ্য দেখে বেল্ট খুলে বেল্টের ভেতর কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০২টি স্বর্ণের বার, সর্বমোট ০৭টি স্বর্ণের বার পাওয়া যায়। সর্বমোট ওজন- ৩৫৪ ভরি ০৬ আনা ০৫ রতি, যাহার সর্বমোট মূল্য অনুমান- ৩,১৫,৩৯,৩৭৫/- (তিন কোটি পনের লক্ষ ঊনচল্লিশ হাজার তিনশত পচাঁত্তর) টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত বিপ্লব ধর ও লক্ষণ ধর দ্বয়ের এর নাম ঠিকানা যাচাই বাছাই ও সনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর নং-৬৫, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৬২৭, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) এর (ক) রুজু করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মামোনুর রশিদ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত অভিযান পরিচালনা করেন।