কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে রবিবার সকালে ‘বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহ স্মৃতি পাঠাগারে’র ভিত্তি প্রস্থর কাজের স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত অর্থ ওই পাঠাগার স্থাপন কাজে ব্যয় করা হবে।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,আনোয়ার সিকদার,বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ’র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।