সদ্য ঘোষিত চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের চাংপুর-শিমুলতলী এলাকায় উপজেলা ছাত্রদলের ব্যানারে পদবঞ্চিত নেতাকর্মীরা ওই কমিটিতে অছাত্র, বিবাহিত,অন্য দল থেকে আসা বিতর্কিত ও প্রবাসী দ্বারা গঠিত দাবি করে উক্ত কমিটি বাতিলের দাবি জানান ছাত্রদলের নেতারা।
উক্ত কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবিতে বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদল সভাপতি আকতার হোসেন,সাধারন সম্পাদক কাজী তানভীর মাহমুদ,বিতারা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ,সাধারন সম্পাদক জসিম উদ্দিন মানিক ও পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ প্রমুখ।
এসময় তারা ওই কমিটি বিতর্কিত দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং কচুয়া উপজেলা বিএনপি সমন্বয় মোশাররফ মিয়াজীর দৃষ্টি আকর্ষন করে নতুন কমিটি দেয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রতিবাদ সভায় অংশগ্রহনকারী ছাত্রদলের নেতাকর্মীরা।