নিয়মিত বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে মতলব উত্তর থানা পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি মতলব উত্তর থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ পরিদর্শন করেন। থানার রক্ষিত পরিদর্শন রেজিষ্টারে তাঁর মন্তব্য তিনি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন কাজে সহযোগিতা করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে জেলা প্রশাসক মহোদয় মতলব উত্তর থানায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুলহাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান।
উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলমের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যরা গার্ড অব অর্নার প্রদান করেন। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান থানার আসার সাথে সাথেই ওসি মো. মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রশাসন ও পুলিশ বাহিনী এক হয়ে কাজ করলে এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবেনা। তিনি বলেন, আমরা সবাই স্ব-স্ব স্থান থেকে সরকারকে সহযোগিতা করি। লক্ষ্য রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে আমাদের কাছ থেকে কেউ যেনো সেবা বঞ্চিত না হয়।
সময় জেলা প্রশাসক কামরুল হাসান আরো বলেন, পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে। একটি থানাকে জঙ্গিবাদ প্রতিরোধে এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে থানার পুলিশ এবং জনতা একসাথে কাজ করতে হবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না।