চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ এন ও ) সাখাওয়াত জামিল সৈকত। গতকাল মঙ্গলবার দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে পরিষদের বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু ও ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল ইউপি সদস্যকেও সুষ্ঠু সেবা প্রদানে সহায়তা করার জন্য অনুরোধ জানান। সেই সাথে সকল ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ইউনিয়নের চলমান সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেন, ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও আমরা সরকারি চাকরীজীবিরা জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। এমন কোন কাজ করা যাবেনা যেটা জনগণের মাঝে বিরূপ প্রভাব ফেলে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রহমান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল হোসেন খান, হাবিবুর রহমান, কবির হোসেন রনি, সোহাগ পাটওয়ারী, শাহাদাত হোসেন, ইব্রাহিম হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে পরিষদের পক্ষ থেকে ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান ও সচিব। এছাড়াও পরিষদের করা স্মরণিকা বইও উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।