চাঁদপুরের হাইমচরে বিরল রোগে আক্রান্ত চিকিৎসাধীন শিশুকে সহায়তা প্রদান করে প্রবাসী কল্যাণ সংস্থা।
জানা যায়, প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই হাইমচরের মানুষের কল্যাণে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মসজিদ, মাদ্রাসায় দান অনুদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় উত্তর আলগী হযরত শাহজালাল (রা) এতিমখানার এক শিক্ষার্থী বিরল রোগে আক্রান্ত হলে তার বাড়িতে চিকিৎসা সহায়তা নিয়ে যান সংগঠনটির নেতারা।
এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনি আখন, অর্থ বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন বেপারী, স্বাস্থ্য শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান মাস্টার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন নয়ন, সহ অর্থ সম্পাদক আবুল বাশার পাটওয়ারী, সংগঠনের শুভাকাঙ্ক্ষী রাসেল হোসেন।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি এস বি এন সোবাহান, সাধারণ সম্পাদক মানিক বেপারী, সিনিয়র সহ-সভাপতি
আসলাম সিদ্দিকী উজ্জ্বল, সহ সভাপতি মো: শাহ আলম, মো: মহসীন বেপারী, মো: ইমান হোসেন পাটওয়ারী, মিজান বেপারী, ফারুক শেখ, জসিম খান। যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান, আমির হামজা, সাইফুল নেপাল, মো: সিয়াম পাটওয়ারী। সাংগঠনিক সম্পাদক মো: আরেফিন শরীফ, সহ সাংগঠনিক জসিম আখন, সোহেল খান আকাশ, রাজু পাটওয়ারী। অর্থ সম্পাদক আলমগীর হোসেন বেপারী, সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক রাসেল গাজী, সহ প্রচার সম্পাদক তারেক পাটওয়ারী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরীফ গাজী, সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইউসুফ দেলোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বপন খান আকাশ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সমাজ কল্যাণ সম্পাদক শাহজালাল জসিম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা,নির্বাহী সদস্য মো: রুবেল রাঢ়ী।