বৃহস্পতিবার চাঁদপুর শহরের অন্যতম জনবহুল এলাকা কলাঘাট ৭নং ওয়ার্ড পৌর এলাকায় সুবিধাবঞ্চিত স্বল্প আয়ের মানুষদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা, অটিজম শিশুদের পরিচর্যা বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা শহরের অন্যতম সেরা হাসপাতাল ডি এইচ ও মাতৃ সনদ এর জেনারেল ফিজিশিয়ান ডা: হালিমা কবির তন্নি, টেলি মেডিসিন বিশেষজ্ঞ উপস্থিত এই ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
সেখানে প্রায় শতাধিক নারী ও শিশুদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এর উপদেষ্টা এডভোকেট আলেয়া বেগম লাকি, সংগঠন এর প্রতিনিধি মো: তাইমুল ইসলাম খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সহ সম্পাদক শাহাদাত হোসেন, মক্তব এর শিক্ষিকা সামান্তা মাইকেল দাস ডোরা সহ প্রমুখ।
বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এর এই উদ্যোগ সুবিধাবঞ্চিত স্বল্প আয়ের মানুষদের জন্য অব্যাহত থাকবে।