এ যেন গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্য এক বেলা ভালো খাবারের আর্শিবাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। চাঁদপুর শহরে এই প্রথম একসঙ্গে ৩ শতাধিক লোকের খাবারের আয়োজন করেছে সংগঠনটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখ পড়লো শহরের স্বর্ণখোলা রোডে। নামাজ শেষ হতেই স্বর্ণখোলা জামে মসজিদ সংলগ্ন ভাই-বোন ভিলা নামে বাড়ীর গেট দিয়ে একে একে গরীব, অসহায় দুঃস্থ, প্রতিবন্ধীরা দুপুরের খাবারের খেতে সারিবদ্ধভাবে বসে পড়লেন প্লাস্টিকের সাজানো চেয়ারে। একে একে সকলের মাঝে ভাত এবং গরুর মাংস প্লেটে বিতরণ করা হলো।
স্থানীয়রা জানালেন, আয়াত ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩০০ গরীব, অসহায়, দুঃখীদের জন্য এমন খাবারের আয়োজন করা হয়েছে। আজই বাদ জুমা স্বর্ণখোলা রোড ভাই-বোন ভিলা নামে বাড়ীতে গরীবদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
আয়াতের নানা হযরত আলী মাল জানান, তার মেয়ের ঘরের নাতি আয়াত উল্ল্যাহর নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারা স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাতে থাকেন। মূলত তার নাতির নামেই আয়াত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়। চাঁদপুরে সংগঠনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন মো. মহিউদ্দিন পাঠান ও আয়াতর নানা হযরত আলী মাল।আমরা প্রতি মাসে ৪ বার কখনো গরুর মাংস, মাছ এবং মুরগী দিয়ে খাবারের আয়োজন করব ইনশাআল্লাহ।
ছবির ক্যাপশন: আয়াত ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের স্বর্ণখোলা রোডে প্রতি শুক্রবার জুম্মার পর ৩ শতাধিক গরীব, অসহায়, জন্য খাবারের আয়োজন করা হয়।