চাঁদপুরের শাহরাস্তিতে ৫ শ’ পিস ইয়াবাসহ চট্টগ্রামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) সকালে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসএই) জনি কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ খাজা মাইন উদ্দিন পৌরসভার পূর্ব উপলতা এলাকায় অভিযান চালিয়ে মেহের কলেজের সামনে থেকে বটতলা অভিমুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চট্টগ্রামের ভুজপুর থানাধীন সরকার পাড়া গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের পুত্র মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টুকে (৩১) গ্রেফতার করে। ওই সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের জিপারের ভেতর থেকে ৫ শ পিচ ইয়াবা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।