মরহুম আব্দুল করিম পাটওয়ারী স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন হয়েছে। বিষ্ণুদী জুনিয়র স্পোটিং ক্লাবের আয়োজনে শুক্রবার বিকেলে বিষ্ণুদী বালুর মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
উদ্বেধনী দিনে জুনিয়ার স্পোর্টিং বনাম সানফ্লাওয়ার স্পোটিং ক্লাবের মধ্যে খেলায় হোল শূন্য ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিষ্ণুদী জুনিয়র স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার অমি, জেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আব্দুল মালেক চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
খোরশেদ হাওলাদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক বাদল গাজী
টুর্ণামেন্টেএ জুনিয়র স্পোর্টিং, সূর্যমুখী স্পোর্টিং, আকোটা স্পোর্টিং, বন্ধু মহল, সেভেন স্টার স্পোর্টিং, চাঁদপুর ইউনাইটেড, বসুন্ধরা স্পোর্টিং, সেভেনে এক্স, বিষ্ণুদি কালো, বসুন্ধরা স্পোর্টিং, হামিম স্পোর্টিং , স্টার স্পোর্টিং ও ওয়ান্ডার স্পোর্টিং অংশ নিচ্ছে।