মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার এম.এম কান্দি গ্রামে নিজ হাতে গড়া ছেংগারচর এম.এম কান্দি ঈদগাহ ময়দানের সামনেই পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত মাওলানা আব্দুল হাই। মরহুমের কবর জিয়ারত করেন তাঁর ছেলে শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর ঢাকা থেকে ফিরে বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবারো অঝোরে কাঁদলেন গুলশান থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।
বুধবার সকালে আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কবরের পাশে ফাতেহা পাঠ করেন। মরহুম মাওলানা আব্দুল হাই সাহেবের মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।
উল্লেখ্য বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিমের পিতা মরহুম মাওলানা আব্দুল হাই চলতি বছরের রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ছেলে, ১ মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহীরেখে আত্মীয় স্বজন রেখে গেছেন।