মতলব উত্তর থানার আন্তঃজেলা চোর মো. ফারুক প্রধান (৩৮)কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকার বেরিবাঁধ থেকে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোঃ ফারুক প্রধানকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে যানা যায়, মতলব উত্তর থানার, এফআইআর নং-২৪, তারিখ- ২৩ আগস্ট, ২০২৩; জি আর নং-২১৭, তারিখ- ২৩ আগস্ট, ২০২৩; সময় ধারা- ৪৫৭/৩৮০ ৪৫৭/৩৮০ এর সন্ধিগ্ধ আসামী মোঃ ফারুক প্রধান (৩৮)কে গ্রেপ্তার দেখানো হয়। আটককৃত ফারুক প্রধান মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মৃত মোঃ মনির হোসেন প্রধানের ছেলে। ফারুক প্রধান রামদাসপুর ইসলামিয়া মার্কেটে টেইলার্সের কাজ করেন।
গ্রেপ্তারকৃত ফারুক আন্তঃজেলা চোর বেজি সুজনের সহচর বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানান।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ফারুক প্রধানকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।